পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে;
সেই ফাল্গুন মাসেই রক্ত দিলো,
কত মায়ের ছেলে;
মায়ের মুখের বাংলা ভাষা
রক্ষা করবে বলে।
ভাষার জন্য রক্ত ঝড়িয়ে
দিয়েছে যারা প্রাণ,
বসন্তের লাল রঙে আজও
পাওয়া যায় সেই ঘ্রাণ।
ফাগুন মাসে আগুন জ্বলে
হাজারো মায়ের মনে,
কোনোদিন তো আর হবে না দেখা
তাদের ছেলেদের সনে ।
ফাগুন মাস দস্যি মাস
ভয় পায় তাই মা-
ভাষা যুদ্ধে গেলো যারা
অনেকেই তো আর ফিরে এলো না...