|
Date: 2023-02-14 15:59:42 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ স্পট ও মোড়ে মোড়ে ভাসমান দোকান বসিয়ে একদিনে ৩২ হাজার টাকা বিক্রি করেছেন এক ভাসমান ফুল ব্যবসায়ী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে শহরের চৌমুহনা, স্টেশন রোড, বধ্যভূমি ৭১ এর সামনে গিয়ে এসব চিত্র চোখে পড়ে।
টুটুল হোসেন মোল্লা (৩৭ বছর) নামের একজন ফুল বিক্রেতা জানান-তিনি সকাল ৯টায় মৌলভীবাজার থেকে বের হয়ে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন স্পট ঘুরে ঘুরে বেলা ৪টা পর্যন্ত তিনি ৩২ হাজার টাকা বিক্রি করেছেন।
ফুল বিক্রেতার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকেন। টুটুল দৈনিক খবরপত্র-কে বলেন, আজ ভালোবাসা দিবস। সবাই তাদের প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করবে। তাই তিনি গোলাপ ও রজনীগন্ধা প্রতি পিস ১৫০-৪০০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন।
ফুল কিনতে আসা সায়মা আক্তার নামে এক তরুণী বলেন, অন্যদিনের তুলনায় আজ ফুলের দাম বেশি। তবুও বাধ্য হয়েই সবাইকে কিনতে হচ্ছে।
শ্রীমঙ্গল গার্লস স্কুলের সামনে ফুল ক্রেতা সাদ্দাম বলেন, আজ ভালোবাসা দিবস উপলক্ষে ভাসমান দোকান থেকে বেশি দামে ফুল কিনেছি।
© Deshchitro 2024