বাংলা একাডেমি উদ্যোগে  শেখ মুজিবুর রহমান-এর শাহাদতবার্ষিক ও শোকদিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে  বাংলা একাডেমি উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস -২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। 

বুধবার  ২রা ভাদ্র (১৭ ই আগস্ট)  সকালে 'শোক থেকে শক্তি , শক্তি থেকে জাগরণ , জাগরণ থেকে সোনার বাংলা ' শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়ে থাকে বাংলা একাডেমির উদ্যোগে, যুগ্মসচিব সচিব বাংলা একাডেমি জনাব,এ.এইচ.এম.লোকমান সভাপতিত্বে  পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র মিলনায়তন , আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বারবার নির্বাচিত কোষাধাক্য মিঠাপুকুর-৫ আসনের জাতীয় সাংসদ মাটি ও মানুষের নেতা হাবিবুরন্নবী আশিকুর রহমান। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জনাব মোঃআসিব আহসান,প্রধান আলোচক বিশিষ্ট কথাসাহিত্যিক ও মনোবিজ্ঞানী, জনাব আনোয়ারা সৈয়দ হক,সিনিয়র সহ - সভাপতি , বাংলাদেশ আওয়ামী লীগ  , ভারপ্রাপ্ত চেয়ারম্যান , বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , রংপুর, ইউনিট ও প্রধান সমস্বরকারী , শাবণ্য একা,
সদস্য,কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটি , বাংলাদেশ আওয়ামী লীগ,রেহেনা আশিকুর, জনাব রাশেক রহমান , উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমাতুজ জোহরা ,  উপপরিচালক , বাংলা একাডেমি জনাব মোঃ আব্দুল্যাহ আল ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সহ প্রমূখ।

শামীম রানা
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
তারিখ : ১৭/০৮/২০২২ইং
মোবাইল : ০১৭৪৪৮৯৬৫৮৮
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024