জাতীয় শোক দিবস-২০২২  উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব  আলোচনা সভা ও  দোয়া মাহফিলের আয়োজন করে। ১৫ আগস্ট সোমবার  সন্ধ্যায় পুরাতন  থানা রোডস্থ প্রেসক্লাবের অস্থায়ী  কার্যালয়ে  এ কর্মসূচি পালিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি  এইচ এম জসিম উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাইফুজ্জামান রিপন, অর্থ সম্পাদক দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম ,কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল ,কার্যনিবাহী সদস্য দৈনিক খুলনা টাইমস'র স্টাফ রিপোর্টার মেজবাহ ফাহাদ, সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ-আলম।
এ সময়ে অনন্যদের মধ্যে উপস্তিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক দেশ সংযোগ প্রতিনিধি আরিফ তালুকদার, প্রচার
সম্পাদক দৈনিক আমার বার্তা প্রতিনিধি এনায়েত করিম, সদস্য দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন প্রতিনিধি শিব সজল যিশু ঢালী, সদস্য দৈনিক দেশবাংলা প্রতিনিধি সাগর তালুকদার রনি, সদস্য এখলাস শেখ, আলী হায়দার সগীর প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু  সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া  মোনাজাত  ও তাবারক বিতরণ  করা হয়।  দোয়া  পরিচালনা করেন মাওলানা  আব্দুল হাই। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024