শুক্রবার (১৭ ফেব্রুয়ারী )  নোয়াখালী জেলাধীন  ভাসানচর থানা কম্পাউন্ডে সকাল ৯টায় ভাসানচর থানা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)  মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার)।


এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর সহকারী  পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহ,  ভাসানচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর সহ অফিসার ও ফোর্সগণ।


এছাড়া ও পুলিশ সুপার ফোর্সের  ম্যাচের রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি সকলকে সৌহার্দ্য, নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024