◾ স্পোর্টস ডেস্ক 


আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশের সিরিজ থাকায় সেটা তিনি ফিরিয়ে দেন। এবার সামনে যখন ইংল্যান্ড সিরিজ, তখন পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান থেকে। তবে লাল-সবুজের জার্সিটাকে প্রাধান্য দিয়ে তিনি এবারও ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব।


ইংল্যান্ড সিরিজের আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি আছে ক্রিকেটারদের। সেই সুযোগ কাজে লাগিয়ে সাকিব আল হাসান যোগ দিয়েছেন পিএসএলে, পেশোয়ারের জালমির ডেরায়।


একইভাবে তাসকিনকে পেতে চেয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানস। আর এজন্য মাত্র ৩ ম্যাচ খেলেই তাসকিন পেতেন লাখ লাখ টাকা। টাকার পরিমাণটা গিয়ে ঠেকতে পারত প্রায় অর্ধকোটিতে! তবে জাতীয় দলের কথা চিন্তা করে তাসকিন এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


বিপিএলের শেষভাগে চোট পান বাংলাদেশ দলের তিন ফরম্যাটের এই পেসার। ইংল্যান্ড সিরিজের আগেই সেরে উঠবেন। তবে পুনর্বাসন শেষে ম্যাচে ফিরতে চান দেশের হয়েই। পিএসএলে শক্তি খরচ না করে মজুদ রাখতে চান ইংল্যান্ড সিরিজের জন্য।


তাসকিন বলেন, ‘যেহেতু আমার চোট ছিল, এখন পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। ভালো খেলতে পারলে সামনে আরও অনেক সুযোগ আসবে ইনশাআল্লাহ্‌। দিনশেষে বোর্ড বা ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিবে। যেহেতু এত গুরুত্বপূর্ণ সিরিজ... এই সিরিজই বেশি গুরুত্বপূর্ণ। কয়েক ম্যাচের প্রস্তাব লুফে নিতে গিয়ে আমি যদি এই সিরিজ হাতছাড়া করি সেটা খারাপ দেখাবে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024