|
Date: 2023-02-18 15:43:07 |
নোয়াখালী পুলিশ কে.জি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
রিপন মজুমদার জেলা প্রতিনিধি
নোয়াখালী পুলিশ কে.জি স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।
শনিবার ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ কে.জি স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান - ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার ও পুলিশ কে.জি স্কুল সভাপতি মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) বিশেষ অতিথি পুনক নোয়াখালী কো-অর্ডিনেটর পুলিশ কে.জি স্কুল সীমা পারভীন নিশি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে মনোরম প্যারেড প্রদর্শন করে পুলিশ কে.জি স্কুল এর শিক্ষার্থীরা এবং প্যারেড অভিবাদন গ্রহণ করেন স্কুল সভাপতি ও জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর পুলিশ কে.জি স্কুলের সভানেত্রী সীমা পারভীন নিশি।
এর আগে পুলিশ সুপার ও সভানেত্রী পুনাক, নোয়াখালী পুলিশ কে.জি স্কুল এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান কেজি স্কুল এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
নোয়াখালী জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন- ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) ও কো-অর্ডিনেটর পুলিশ কে.জি স্কুল সভানেত্রী সীমা পারভীন নিশি।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুলিশ কি.জি স্কুলের প্রধান শিক্ষক আফম রহমতুল্লাহ এর
সভাপতিত্বে বিভিন্ন ইভেন্ট ক্রীড়া নৈপুণ্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার)
বিশেষ অতিথি সীমা পারভীন নিশি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী বিজয়া সেন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ পুলিশ কেজি স্কুল এর সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024