নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লালপুর গ্রামের মসজিদ'য়ালা বাড়ির মরহুম শাখায়েত উল্লাহ শাকু'র ৩য় ছেলে রাজু নিজে একই বাড়ির রুবেলে স্ত্রীর সহিত পরকীয়া জানাজানি হলে রাজুর স্ত্রী বাঁধা দিলে এক পর্যায়ে রাজু নিজ স্ত্রীকে তালাক দেয়।

 শনিবার (১৮ ফেব্রুয়ারী)  গ্রামের শালিসি বৈঠকে শালিসদারগণ নাজেহাল হয়ে শালিস-দরবার থেকে কোন সুরাহা ছাড়াই চলে আসে।

শালিসদারগণ পরকীয়া কেলেংকারীর বিরুদ্ধে বৈঠক না করে এক তরফা ভাবে রাজু’র স্ত্রী তালাক হয়েছে কিনা তা নিয়ে  পেরেসানীতে রয়েছে। লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে রুবেলের স্ত্রীর সহিত পরকীয়া কেলেংকারির ঘটনা। এলাকাবাসী শালিসদারগণের সিদ্ধান্তে পৌঁছান কী না, তার জন্য অপেক্ষায় আছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024