জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।


আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৮ ফেব্রুয়ারি )বীরবেতাগৈর  ইউনিয়নের জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী  আফজাল খানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইলের কৃতি সন্তান নরসিংদী জেলার বিশেষ এসপি (সি আইডি) সুলতানা ফারহানা মাফি।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানা, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, প্রেসক্লাব নান্দাইল এর সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, সাংবাদিক আলম ফরাজি,অরবিন্দ পাল  অখিল,শামছ-ই তাবরীজ রায়হান প্রমুখ। 

সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।


ক্রীড়া প্রতিযোগিতা শেষে দেশাত্মবোধক ও একাত্তর এর মহান মুক্তিযুদ্ধের উপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।


বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024