|
Date: 2023-02-19 10:15:31 |
মাদককে ‘না’ বলি, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা-পাথরা খেলার মাঠে যুব সমাজের আয়োজনে আন্তপড়া ৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট" ২০২৩ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা স্পটিং ক্লাব ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে সরদার পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। সরদার পাড়া ফুটবল একাদশের খেলোয়াড় মামুনুর রশীদ ইমন সেরা খেলোয়াড়ের পুরুষ্কার দেওয়া হয়ধ।
শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্ভোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার, জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন, জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু, ইউপি সদস্য মোসলেম উদ্দিন সরদার, পুষ্প খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক সোহেল পারভেজ, হামিদ ইলেক্ট্রনিক ও C E O রাজ কেমিক্যালস প্রঃ আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম জোয়ার্দার, চুয়াডাঙ্গা ৮নং কৃষক লীগের সভাপতি মশিয়ার রহমান গাজী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুজ্জামান ও হযরত আলী জোয়ারদার প্রমূখ।
চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপি ও হামিদ ইলেক্ট্রনিক ও C E O রাজ কেমিক্যালস এর সৌজন্যে সেরা খেলোয়াড়ের পুরুষ্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন ফুটবল ফেডারেশনের রেফারি তৌহিদুর রহমান তৌহিদ। ধারা বর্ণনা করেন মহির উদ্দিন মাহি।
© Deshchitro 2024