সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন ২০০৫ সালের ১৭ই আগস্ট, সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। আরও বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আইয়ুব আলী তরফদার প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024