নাজিবুল বাশার::কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, গ্রন্থমেলা খুবই গুরুত্বপূর্ণ। বই পড়ে অনেক জানা অজানা বিষয় প্রসারিত করা যায়। বুদ্ধি দীপ্ত আলোয় নিজেকে গড়া যায়। তিনি মেলার আয়োজক কমিটিকে সুন্দর মেলা করার জন্য ধন্যবাদ জানান।
টাঙ্গাইলে মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী গ্রন্থমেলার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগ্রাম পরিষদের আহবায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী। বিকেলে মেলার নানা শ্রেনীর মানুষের ঢল নামে। বাহারি স্টলে সেজেছে মেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহি ধোয়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মেলা চলবে একুশে ফেব্রæয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে গান, নাচ, আবৃত্তি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024