বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা

কুড়িগ্রাম। মোট জনসংখ্যা বাইশ লাখেরও বেশি। দেশের ৬৪টি জেলার মধ্যে কুড়িগ্রাম র‍্যঙ্কিংয়ে ৬৪ তম। অধিকাংশ মানুষ এখানে বসবাস করছে। 

দারিদ্রসীমার নিচে।


এছাড়াও বন্যায় বারবার নদীর ভ্রষ্টতা, মৌসুমী বেকারত্ব, বাল্যবিবাহ, জৈব চিকিৎসা, জ্বালানির ব্যবহার, অশিক্ষা, অজ্ঞতা, মানসম্পন্ন পরিচর্যার সহজলভ্যতার অভাব এবং ধুলো, ধোঁয়া ও তামাকের এক্সপোজার প্রধান। দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ থেকে মৃত্যুহার এবং অসুস্থতার পূর্বনির্ধারক কারণ।


উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে

The International Pulmonary care Respiratory Group ( IPCGR)

বাংলাদেশে অ্যাজমা রাইট কেয়ার চালু করার জন্য কুড়িগ্রাম জেলাকে নির্বাচন 

করে। 



এ উপলক্ষে কুড়িগ্রামে গতকাল দুপুরে  

জেনারেল হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হলে বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটির আয়োজনে "অ্যাজমা রাইট কেয়ার" এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিলসার্জন ভাঃ মন্জুর-ই -মুর্শেদ। 


এসময়,আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিদেশি অতিথিদের মধ্যে মালয়েশিয়া থেকে আগত আইপিসিআরজি'র প্রেসিডেন্ট অধ্যাপক ই মিং খু, যুক্তরাজ্য থেকে আইপিসিআরজি'র সিইও মিসেস সিয়ান উইলিয়াম এবং  ভারত থেকে শ্রীমতি দিক্ষা সিং উপস্থিত ছিলেন। 


 এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে, বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ. জিএম মনসুর হাবীব,  সেক্রেটারি জেনারেল ডাঃ রওশন আলম, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শহিদুল্লাহ লিংকন,বিএমএ'র সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ নাসির উদ্দিন, স্বাশিপের সভাপতি ডাঃ সুদীপ কুমার বোস, বিএমএ'র সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ লোকমান হাকিম, সাবেক সিভিলসার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলামসহ কুড়িগ্রামের চিকিৎসকবৃন্দ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সমাজকর্মী, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন এবং অন্যান্য স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন। 


বাংলাদেশে অ্যাজমা রাইট কেয়ার চালু করতে কুড়িগ্রাম জেলাকে নির্বাচন করায় IPCRG-এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং BPCRS-এর সভাপতি ও সচিবকে ধন্যবাদ জানান বিপিসিআরএস'র ইসি সদস্য, RESPIRE -স্টেকহোল্ডার এনগেজমেন্ট চ্যাম্পিয়ন রংপুর মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাঃ অজয় ​​কুমার রায়।


তিনি বলেন, আমরা মনে করি রাইট অ্যাজমা কেয়ার চালু করা এবং এতে বিভিন্ন স্টেক হোল্ডারদের যুক্ত করার ফলে মানসম্পন্ন যত্ন প্রদান করবে এবং ভবিষ্যতে রোগীর জীবনমান উন্নত করবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024