|
Date: 2023-02-20 14:48:58 |
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ১৭ তম ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচ তলায় বিভাগটির ১৬ তম ব্যাচের (২০২০-২১ শিক্ষা বর্ষে) আয়োজনে এ নবীননরণ অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া,প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন,"নোবিপ্রবির ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭ তম ব্যাচের অনুজদের স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। আমরা যাতে একটি পরিবারের ন্যায় সামনের দিনগুলোতে থাকতে পারি এই প্রত্যাশা করছি। এই প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনে সন্মানিত শিক্ষকরা আমাদের সর্বাত্মক সহায়তা করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
© Deshchitro 2024