ভাষা শহীদের স্মরণে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ,ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলাম এর পরিবার,  মুক্তিযোদ্ধা কমান্ড,  বিএনপি , জাতীয় পার্টি ও অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয় । এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনসমূহের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করা হয়  । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসক বিপুল কুমার রায়ের নেতৃত্বে পুষ্পে অর্পণ  করা হয় । ঠাকুরগাঁও ২ আসনের সংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন মাঝারুল ইসলাম সুজন ও মমিনুল ইসলাম সুমন  সহ নেতৃবৃন্দ। 

বালিয়াডাঙ্গী  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর নেতৃত্বে মুক্তিযুদ্ধাদ্বয় পুস্প অর্পণ করেন । ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান  ভাষা সৈনিক মরহুম  দবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে  আহসান উল্লাহ ফিলিপ সহ পরিবারের  সদস্য বৃন্দ  পুষ্প  অর্পণ  করেন । 


বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী নেতৃত্বে নেতৃবৃন্দ সহ পুষ্প অর্পণ করেন । 

বালিয়াডাঙ্গী  উপজেলা  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা যুবলীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন  আলী আসলাম জুয়েল সহ নেতৃবৃন্দ । 


বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র পক্ষ থেকে  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট  ইউসুফ আলী,  অসাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুব রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্প অর্পণ  করেন  । 


 বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম  এর পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক  ও নেতৃবৃন্দ ।বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহ  নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য বৃন্দ  পুষ্প অর্পণ করেন ।    এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও পুষ্প অর্পণ  করা হয় । উল্লেখ্য, 

 আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  ২১ ফেব্রুয়ারি বাঙালির কাছে এক গৌরবউজ্জ্বল  দিন । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর (UNESCO) প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় । তারপর ২০০০ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় । ২০১০ সালের পর থেকে রাষ্ট্রসংঘও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে ।


আজকের দিনটি বাংলাদেশে  শহিদ দিবস হিসাবে পালন করা হয় । ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে শহিদ হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ আরো অনেকে । প্রতি বছর এই দিনে সেজে ওঠে ঢাকাসহ বাংলাদেশের সকল শহিদ মিনার । আজও সেজে উঠেছে শহিদ মিনার চত্বর । ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বাঙালি জাতি  পুষ্প অর  অর্পণের মধ্যে দিয়ে।  পুষ্প দিতে আশা বাঙালি জাতি এ সময়  গান গাইতে থাকেন  -


'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি...?'

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024