শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 


বিশ্ববিদ্যালয়ের সকাল ৭:০০ ঘটিকায়  কালোব্যাচ ধারণা করা হয় এবং  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শহিদ মিনার পর্যন্ত প্রভাতফেরি হয়। 


প্রভাতফেরি শেষে  কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পক্ষ থেকে মাননীয় উপচার্য,উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার শ্রদ্ধাঞ্জলি  অর্পণ করে।

 আরো শ্রদ্ধাঞ্জনি অর্পণ করেন, প্রক্টর অফিস, বঙ্গবন্ধু পরিষদ,  পাবিপ্রবি ছাত্রলীগ, রোভার স্কাউট,  পাস্টডিএস,  পাবিপ্রবি প্রেসক্লাব, প্রগতি কলম সমাজ, প্রথম আলো বন্ধুসভা,  বঙ্গবন্ধু হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন,  রসায়ন বিভাগ,  পরিসংখ্যান বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পদার্থ বিভাগ, ইংরেজি বিভাগ, সিএসই বিভাগ, বাংলা বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ইইসিই বিভাগ, আইসিই বিভাগ, স্থাপত্য বিভাগ,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, সমাজকর্ম বিভাগ   ইত্যাদি। 


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন, প্রক্টর মোঃ কামাল হোসেন,  রেজিস্ট্রার, ছাত্রউপদেষ্টা পরিচালক,  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারি বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024