|
Date: 2023-02-21 06:29:24 |
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে হবিগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন জেলা কালেক্টর ভবনের নীম তলায় শহীদ মিনারে জাতির বীর সন্তান ও ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে। জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের প্রমুখ। জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
© Deshchitro 2024