নাজিবুল বাশার:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। সকালে সহকারী আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শাহাদত হোসেন এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ এবং সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন। 

পরে মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপ-আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে এবং বর্ণমালা দিয়ে শোভিত করে স্বীয় মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠার লক্ষে ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি মার্তৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগকারী শহিদদের স্মরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024