নোয়াখালীর সেনবাগ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন সহ পেশাজীবীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। 


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) দিবসের শুরুতে ১২.০১ মিনিটের সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের সূচনা করে। পরে ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ভাষা শহীদের স্মরণে সেনবাগ বাজারের প্রধান সড়কে রেলী ও শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ করে। 


এসময় সেনবাগ উপজেলা বিএনপির রেলী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ ও রেলীতে উপস্থিত ছিলেন  নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, ফারুক বাবুল, শহীদ উল্লাহ, হুমায়ুন কবির হুমু, তপন মাহমুদ,  সালা উদ্দিন লিটন, সাহেব উদ্দিন রাসেল,সানা উল্লাহ প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024