|
Date: 2023-02-21 14:50:27 |
ভারতের আমছুর নতুন সিলেটি মাতৃভাষাভাষী বাঙ্গালী জাতিসত্তার কর্ণদ্বার জনপ্রিয় ছাত্রনেতা কাজী ছাদিক আক্তারকে
আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা "সারা আসাম মাইনোরিটি স্টুডেন্ট ইউনিয়ন "আমছু AMSSU এর বারাক ব্রাঞ্জের প্রতিষ্টাতা গর্বিত সংগঠক হিসাবে আজ কেন্দ্রীয় আমছু "সেন্ট্র্যাল কমিটি " তাঁকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আসাম প্রদেশিক সীমান্ত সেক্রেটারী জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করে।
দক্ষিন এশিয়া সহ ভারতের এ জনপ্রিয় ছাত্রসংগঠনের মূখ্য নেতা হিসাবে একাধিকবার কাজী ছাদিক আক্তার দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্রজনতার অধিকার আদায়ে কাজী ছাদিক আক্তার সর্বদা দলমতের উর্ধে ভিবেক ভোটের আহবানে রাজনীতি করে আসছেন।
সিলেটি মাতৃভাষায় কথা বলা এ ছাত্রনেতা সিলেট সহ সুরমা ভ্যালী,কুশিয়ারা ভ্যালী,বরাক ভ্যালী এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি সদা সত্যের পথে সোচ্চার।
কাজী ছাদিক আক্তারকে AMSSU কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আসাম প্রদেশিক সীমান্ত সেক্রেটারি জেনারেল নির্বাচিত করায় - বাংলাদেশের সিলেটি রাজকীয় মতাদর্শের সংগঠন "স্বপ্নবাংলা পরিষদ" অভিন্দন ও মোবারকবাদ জানিয়েছে।
স্বপ্নবাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী কবি এস.পি.সেবু এক টুইট বার্তায় কাজী ছাদিক আক্তারের সাফল্যগাঁথার প্রচুর প্রশংসা করে ও ফুলেল শুভেচ্ছা জানান।
(বি,দ্র: নিম্মে আসামের পত্রিকায় প্রকাশিত নিউজটি হুবহু সংযোজন)
*আজ গুয়াহাটিতে আমছু-র মুখ্য কার্যালয়ে আমছু-র বরাক উপত্যকার প্রতিষ্ঠাতা কাজী ছাদিক আখতার কে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়।*
আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমছু-র গুয়াহাটিতে কেন্দ্রীয় কমিটির মুখ্য কার্যালয়ে আমছু-র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার* মহোদয়ের নির্দেশে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম* এর উপস্থিতিতে বরাক উপত্যকার প্রতিষ্ঠাতা কাজী ছাদিক আখতার কে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়। এদিন ছাদিক আখতার কে পাশে বসিয়ে মিন্নাতুল ইসলাম বলেন, ছাদিক আখতার কে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার মহোদয়ের নির্দেশে আজ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। মিন্নাতুল আর ও বলেন, ছাদিক আখতার অত্যন্ত ভালো একজন সংগঠক, তার নেতৃত্বে বরাক উপত্যকার তিন জেলায় আমছু-র শক্তি দ্বিগুণ হবে বলে আশা ব্যক্ত করেন মিন্নাতুল। তিনি আর ও জানান, মধ্যে কিছু দিন ভুল বোঝাবুঝির কারনে ছাদিক আখতার আমাদের সঙ্গে ছিলনা, এবার ছাদিক আখতার নিজের ভুল বুঝতে পেরে আবার পুনরায় নিজ ঘরে ফিরে এসেছে ছাদিক আখতার, তাই ছাদিক আখতার কে গুয়াহাটিতে আজ আমছু-র মুখ্য কার্যালয়ে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সাদরে গ্রহণ করা হয়। শেষে ছাদিক আখতার জানান, আমাকে আমছু-র কেন্দ্রীয় কমিটিতে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য কেন্দ্রীয় কমিটির সকল সদস্য তথা আমছু-র বরাক উপত্যকার আমছু কর্মীদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন ছাদিক আখতার। ছাদিক আখতার আর ও বলেন, আমাকে আমছু-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিমান্ত সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়ায় বিশেষ করে আমছু-র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার, সাধারণ সম্পাদক যথাক্রমে মিন্নাতুল ইসলাম ও এডভোকেট ইমতিয়াজ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাদিক।।
© Deshchitro 2024