।। কার্ত্তিক দাস,নড়াইল।।

ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর এখন নড়াইলে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তুলতে জেলার নির্বাচিত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রদর্শন করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আল জামিয়াতলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা,লাহুড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা,বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট উচ্চ বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়,কালিয়া উপজেলার শাহাবাগ ইউনাইটেড একাডেমি,মনোরন্জন কাপুড়িয়া  কলেজ,চাচুড়িী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রন্জন কুমার সিংহ জানান,বুধবার (১৭ আগষ্ট)থেকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাদুঘর প্রদর্শনের মধ্য দিয়ে নড়াইলের কার্যক্রম শুরু হয়। ৩১ আগষ্ট পর্যন্ত জেলার নির্ধারিত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রদর্শন চলবে।

তিনি বলেন,এ কর্মসূচির মাধ্যমে এ প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ঘটনা প্রত্যক্ষদর্শীর ভাষ্য বিবরনী লিখে আমাদের কাছে পাঠাবে। আমরা সেখান থেকে বাছাইকৃত লেখাগুলো নাম সম্বলিত সংগ্রাহক তালিকা ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করবো। এতে এ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও অন্যদের জানাতে উদ্যোগি হবে এবং উৎসাহ যোগাবে। এর ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে। #

১৮/০৮/২২ ছবি আছে।

 

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024