বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বুধবার (২২ ফেব্রুয়ারী)সকালে স্কাউটের জনক রবার্ট স্টিভেনন্স স্মিথ লর্ড ব্যাডন পাওয়াল অব গিলওয়েলের জন্ম দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মোঃ আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু সহ বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
অপরদিকে স্কাউটের জনক রবার্ট স্টিভেনন্স স্মিথ লর্ড ব্যাডন পাওয়াল অব গিলওয়েলের জন্ম দিবস উপলক্ষে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর নেতৃত্বে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।