◾ স্পোর্টস ডেস্ক


জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। হেরেছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। তবে জয় দিয়ে সফরটি শেষ করে টিম টাইগার্স। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। ৫.২ ওভারে মাত্র ১৭ রানে শিকার করেন ৪ উইকেট। সিরিজে দুই ম্যাচ খেলে সব মিলে শিকার করেন ৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন মোস্তাফিজ।


বুধবার (১৭ আগস্ট) ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বোলারদের তালিকায় ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন মোস্তাফিজ। ৬ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ৪৫৯ পয়েন্টে এই বাঁহাতি স্পিনার আছেন ৫৩ নাম্বারে। এটা তার ক্যারিয়ার সেরা অবস্থান। দুই ধাপ পিছিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন অষ্টম স্থানে। এই তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।


ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই ১৬ নাম্বারে আছেন তামিম ইকবাল। একধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রয়েছেন ৩৪তম স্থানে। দুই ধাপ অবনমন হয়েছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। দুজনে আছেন যথাক্রমে ২১ ও ৩২ নাম্বারে। শীর্ষ স্থান আগলে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। অপরদিকে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি সবার ওপরে সাকিব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024