বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের সাড়াশি অভিযানে দুই নারী সহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মহিলা সহ গ্রেফতারী পরোয়ানার আসামী, বার্মিজ চাকু সহ ১ জন, ৪ বোতল বিদেশি  মদ সহ ১ জন, ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন,  ৩৭০ গ্রাম গাঁজা সহ ৫ জন, ১ গ্রাম হেরোইন সহ ১ জন,  মাদক সেবনরত অবস্থায় ৫ জন, জুয়ার আসর হতে ৪ জন এবং পূর্বের মামলার তদন্ত প্রাপ্ত ২ জন সহ মোট ২৭ জনকে আটক করা হয়েছে।


সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, আটককৃতদের হেফাজত হতে ০১টি বার্মিজ চাকু, ০১ (এক) গ্রাম মাদকদ্রব্য হেরোইন, ৩৭০(তিনশত সত্তর)গ্রাম গাঁজা, ৫০(পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল, ০৪ বোতল বিদেশী মদ ও জুয়া খেলার সরঞ্জামাদীসহ নগদ ৬১০/-টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৩৬,৬০০/-(ছত্রিশ হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়েছে।


সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, বিভিন্ন অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এ অভিযান সর্বদা অব্যাহত থাকবে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও জুয়া আইনে মোট ০৯টি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০৪ জন আসামী, পূর্বের নিয়মিত চুরি মামলার তদন্তে প্রাপ্ত ০২ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন আসামীকে গ্রেফতার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরও জানান, সারিয়াকান্দি থানা এলাকা সুরক্ষিত রাখতে সারিয়াকান্দি বাজারসহ মেইন রোডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সর্বমোট ১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সারিয়াকান্দি থানা থেকেই তদারকি করা হচ্ছে। এর ফলে খুব সহজে অপরাধীদের সনাক্ত করা সম্ভব হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024