বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ক্রমেই নিচের দিকে নামছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নাম। ধনীদের তালিকায় এখন তিনি ২৬ নম্বরে অবস্থান করছেন। গত ২৫ জানুয়ারি ফোর্বস পত্রিকার ধনীদের তালিকায় আদানির অবস্থান ছিল তৃতীয়।


গতকাল বুধবার ফোর্বস ও ব্লুমবার্গের প্রতিবেদনে আদানির অবস্থান হারানোর এ তথ্য জানানো হয়।


ফোর্বসের তথ্যমতে, গতকাল আদানির সম্পদের মূল্য ছিল ৪৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, আদানির সম্পদের মূল্য কমে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭ বিলিয়ন ডলার।


ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ বিকেল ৫টার দিকে আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার। এরপর প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের আলোচিত সেই প্রতিবেদন। সেখানে আদানির বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে গবেষণা সংস্থাটি ।


এরপরই শুরু হয় আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারদরে রেকর্ড পতন, যা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো উপায়ই আর কাজে লাগছে না। এরপর আদানি গ্রুপের সম্পদ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমেছে।


১৯৮০ সাল থেকে ব্যবসা করছে আদানি গ্রুপ। মূলত সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায় যুক্ত তারা। যদিও তিন বছর আগে আদানির সম্পত্তির মূল্য ছিল ৮৯০ কোটি ডলার। তারপর হঠাৎই উত্থান হয় গ্রুপটির। ২০২১ সালে আদানি গ্রুপের সম্পদের মোট মূল্য পৌঁছেছিল চার হাজার কোটি ডলারে। পরের বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দ্বিগুণ হয়ে যায় এই সম্পদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024