|
Date: 2023-02-24 00:46:24 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ মাগুরা জেলাছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে নবীনদের বরণ ও রচনা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পুরান ঢাকার স্টার রেস্টুরেন্টে মাগুরা জেলা ছাত্রকল্যাণের সম্পাদক জুথীর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে জেলাছাত্রকল্যাণের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, ডিন - আইন অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, স্কুল, কলেজের সংকীর্ণ গণ্ডি, আবদ্ধ পরিসর, বাঁধাধরা সব নিয়মকানুন ডিঙিয়ে অতি উদার ও মানবিক শিক্ষার ক্ষেত্রে এসেছ। জ্ঞানচর্চার তীর্থ স্থানে তোমরা প্রবেশ করেছ। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্মুক্ত। আত্মনির্ভরতা, আত্মনির্মাণ, আত্মবিকাশের সক্ষমতা গড়ার কারিগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমরা নিজেদেরকে গড়ে তুলবে এটাই প্রত্যাশা ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা, সাবেক প্রক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়,অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, পরিবহন প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোঃ হেদায়েতুল্লাহ তুর্কী, ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,মোঃ আলতাফ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মোক্তার হোসেন সরকারি পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন শামীম, সরকারি পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ও সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়,মোহাম্মদ মনজুর হোসেন, সরকারি পরিচালক, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুমন কুমার মজুমদার, সরকারি অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোনিয়া পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নিজ জেলার পরিচিতি ও বন্ধন যেন হয় আত্মার বন্ধন এমন ভাবাদেশ নিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে কাজ করে যাচ্ছেন এই কমিটি। সকলকে শুভেচ্ছার মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
© Deshchitro 2024