এসো মিলি প্রাণের স্পন্দনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে- স্লোগানকে সামনে রেখে একাউন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের উদ্যোগে পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


 শুক্রবার  (২৪ ফেব্রুয়ারী) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফেকাল্টি প্রাঙ্গণে এই পূর্ণমিলণী অনুষ্ঠিত হয়েছে।


 অনুষ্ঠানে আল‍্যামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল। 

 

জগন্নাথ কলেজে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই ছিল আমার রাজনৈতিক জীবনের উৎস। এখানেই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে দেয়ালে আমার স্মৃতি মন্থন করি। রাজনৈতিক জীবনের গতিকে আরও বেগবান করেছিল আমার এই কলেজটি। 


তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধের বিপক্ষ শক্তি আলবদর, রাজাকার ও ১৫ই আগস্টের জাতির পিতার পরিবারকে যারা হত‍্যা করেছে তাদের বিচার করায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‍্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগানে রুপান্তরিত করায় আমি আবারও ধন‍্যবাদ জ্ঞাপক করছি। 


 বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমদাদুল হক বলেন, আল‍্যামনাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আল‍্যামনাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন‍্য বিভিন্ন সহযোগিতা করে থাকে। একটি উৎসবমুখর পরিবেশের মাধ‍্যমে এই পূর্ণমিলনী জীবনের অতিত স্মৃতিকে মনে করিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন‍্য আল‍্যামনাইয়ের  পরামর্শ ও সহযোগিতায় আমরা সর্বাত্মক উদারতা দেখাবো। 

  

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, তরুণদের নেতৃত্ব তৈরীতে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব ও দেশের উন্নয়নে তরুণদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করতে হবে। 

 

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,অনুষদের ডীন, বিভাগের চেয়ারম্যান,  বাংলাদেশে আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিব উল‍্যাহ হীরু, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্তসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রাজনীতিবিদ ও শিক্ষার্থীবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024