সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন বুড়িগোয়ালিনীর দুর্গাবাটীতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপরের দিকে নদীর জোয়ারে পানির তীব্র গতিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধে ফাঁটল ধরে।

পোড়াকাটলা এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক মৃনাল কান্তি বিশ্বাস,সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি ও স্থানীয়রা বলেন,  বুড়িগোয়ালিনী ইউপিতে ব্যাপক এলাকায় চিংড়ী চাষ করা হয়ে থাকে। বর্তমানে চিংড়ী ঘের প্রসেস করে নতুন করে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এঅবস্থায় নদীর বাধ ভেঙে গেলে এলাকার সাধারণ মানুষের চিংড়ী ঘের সহ জানমালের ব্যাপক য়তি হতে পারে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন বেড়ী বাঁধের ভাঙন বা ফাঁটল ধরার বিষয়টি জানার পর সাতীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা উপকূলীয় এলাকার মানুষ, প্রতিনিয়ত দূর্যোগের সাথে আমাদের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরা নিয়ে কথা বলেছি সংশ্লিষ্ট কর্তৃপরে সাথে।  দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস ও মাসুদ রানা বলেন, পানি উন্নয়ন বোর্ডের প থেকে  দূর্গাবাটী বেঁড়ি বাধের ফাঁটল স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপরে নির্দেশ পেলে  দ্রুত কার্যক্রম শুরু করা হবে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024