শ্যামনগরে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত



রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নিজস্ব হল রুমে ইউনিসেফের সহযোগিতায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, সচিবৃন্দের অংশগ্রহণে সিবিই প্রকল্প বাস্তবায়ন বিষয়ক ইউনিয়ন পরিষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।






স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জি এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিডিএলজি মাশরুবা ফেরদৌস । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, ইউনিসেফ খুলনা বিভাগীয় নিউট্রেশন কর্মকর্তা ডাঃ শাহানাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মোঃ মিলন হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মীম মাখদুম জাহান রানা, ফাতিমা ইদ্রিস ইভা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সদস্যবৃন্দ, সচিববৃন্দ প্রমুখ।









অনুষ্ঠান পরিচালনা করেন দেবীপুর কমিউনিটি কিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ।




ছবি- শ্যামনগরে ইউনিয়ন পরিষদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিডিএলজি মাশরুবা ফেরদৌস।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024