প্রতিবন্ধীর ভাতার টাকার উপর শকুনের নজর পড়েছে


রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি 


 নোয়াখালীর চাটখিলের সমাজ সেবা কার্যালয় থেকে পিএন নাম্বার পরিবর্তন  করার পরেও প্রতিবন্ধী মানসুর আলমের  ভাতার টাকা শকুনের নজর পড়েছে।


চাটখিল সমাজ সেবা অধিদপ্তরের অধীনের প্রতিবন্ধী (বধির) ভাতা ভোগী মানছুর আলম গত প্রায় ২ বছর ধরে ভাতা পাচ্ছে না। বহুবার চাটখিলের সমাজ সেবা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। কয়েকবার তারা পিএন নাম্বার পরিবর্তন করে দেয়। কিন্তু তাতেও কাজ হয়নি, ভাতার টাকা মানসুর আলমের পরিবর্তে তুলে নিয়ে গেছে অন্য কেউ। পিন নাম্বার দেয় সমাজসেবা অফিস থেকে, তাহলে টাকা নেয় কে?

সর্বশেষ গত ২ মাস আগে চাটখিল সমাজ কার্যালয়ে যাওয়া হয়। তখন সেখানে কর্মরতরা আবার পিএন নাম্বার পরিবর্তন করে। অত্যান্ত দুঃখের বিষয় এবার ও এ বাক প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি। গত ২ বছরের মত এবারও মানছুর আলমের ভাতার টাকা উধাও হয়ে গেছে। 

মানছুর আলমের মত চাটখিলের শত শত ভাতা ভোগীর একই অবস্থা। 

ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো সমাজসেবা কার্যালয় থেকে পিন নাম্বার পরিবর্তন করার পর, কিভাবে মানসুর আলমদের মত প্রতিবন্ধীদের ভাতার টাকা উদাও হয়ে যায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024