কুড়িগ্রামের রাজিবপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পাওয়ার অফ রাজিবপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা শাখার আঃলীগের সভাপতি আব্দুল হাই সরকার। টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মুজাহিদুল ইসলাম মিশু।

উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, সেই ফুটবল খেলা আমরা আস্তে আস্তে হারাতে বসেছি। সেই ইউরোপ থেকে আগমন করেছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলাটি বর্তমানে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে খেলাটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে,জনপ্রিয়তা পেয়েছে।খেলাটি যাতে সুশৃঙ্খল ও সুন্দর হয় এ কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শাখার আঃলীগের সহ-সভাপতি সিরাজউদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, টুর্নামেন্ট সভাপতি মাদল আহমেদ,সাধারণ সম্পাদক খালিদ হাসান শান্ত প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024