|
Date: 2023-02-24 13:15:16 |
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া)ঃ- প্রতিবছরের ন্যায় এ বছরেও অনুষ্টিত হল লোহাগাড়া সদর ইউনিয়নে স্থিত হযরত শাহপীর আউলিয়া (রহঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ইছালে ছওয়াব মাহফিল। এ মাহফিলে দেশের হক্কানী আলেমে দ্বীনগন ওয়াজ নসীহত করেন। আর ধর্মপ্রাণ মুসলমানগন উপস্থিথ হয়ে তাদের মুল্যবান ওয়াজ নসীহত শ্রবণ করেন। যেন নিজেকে দ্বীন ধর্মের পথে পরিচালিত করতে পারেন। আর মাহফিল পরিচালনা কমিটি সকলের জন্য তাবারুকের ব্যবস্থা করেন।
আজ ২৩/০২/২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ্এমন ধর্মীয় মাহফিলে উপস্থিথ হয়ে হযরত শাহপীর আউলিয়া (রহঃ) এর মাজার জিয়ারত করলেন এদেশের সাংবাদিকদের প্রাণের সংঘটন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব বিশিষ্ট সাংবাদিক জনাব কামরুল ইসলাম সাহেব। সাথে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জনা্ব খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটির সহকারী মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ এডভোকেট মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক সাহেব। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে, মনোয়র হোসেন, জিয়া হোসেন, মুন্সি শাহাব উদ্দিন সহ সকলে উপস্থিথ ছিলেন। জেয়ারত শেষে কেন্দ্রিয় নেতৃবৃন্দ কক্সবাজারের দিকে রওয়ানা করেন।
© Deshchitro 2024