এড. মোহাম্মাদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, আইন অনুষদ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়, ঢাকা। এর দুটি আইনি বই এবারের অমর একুশে বইমেলায় আসছে।


বই দুটির নাম-

1. Labour and Industrial Laws of Bangladesh. 





2. Introduction to Criminology.




বইদুটি একাডেমিয়া পাবলিশিং হাউজ প্রকাশ করেছে। বই দুই গবেষণা মূলক ও সহজপাঠ্য। বাংলাদেশের শ্রম আইনের সাবলীল উপস্থাপনা হয়েছে বইটিতে এবং সাথে সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইসলামি আইনের দৃষ্টিকোন আলোচিত হয়েছে। বইটি আইনের সাথে সংশ্লিষ্ট সকলের ও সাধারণ পাঠকের ভালো লাগবে। দ্বিতীয় বইটি অপরাধ বিজ্ঞান পরিচিতিমূলক তুলনামূলক একটি গবেষণা গ্রন্থ। মানুষের অপরাধ প্রবনতার কারন ও অপরাধের প্রতিকারের বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে এ বইয়ে। বইটি আইনের ছাত্র, শিক্ষক, গবেষক, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও বিচার বিভগের মাননীয় বিচারকগনের জন্য সহায়ক হবে।

বইদুটি বই মেলার ২৬৬ নং স্টলে পাওয়া যাবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024