|
Date: 2023-02-25 06:11:49 |
◾ শিক্ষা ডেস্ক
গত ২৩ ফেব্রুয়ারী ২০২৩ রোজ বৃহস্পতিবার বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর চড়ুইভাতি ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বোয়ালখালী চবি পরিবারের আরো একটি মিলনমেলা সংগঠিত হয়৷ বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সবাই দিনটি স্বরণীয় করে রাখে। সিনিয়র-জুনিয়র মিলেমিশে সবাই একাকার, যেন সবাই বন্ধু। অনুষ্ঠানে সারাদিন ব্যাপি বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আড্ডায় দিনটি অতিবাহিত শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থী ছাড়াও আনন্দ ভাগাভাগি করতে অংশ নিয়েছেন এই এসোসিয়েশনের প্রাক্তনরা। প্রাক্তনদের উপস্থিতিতে প্রোগ্রাম আরো প্রাণবন্ত হয়ে উঠে৷
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ দিদারুল আলম চৌধুরী। পদার্থবিদ্যা বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দা করিমুন্নেছা পপি ম্যাম। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের লেকচারার নাসরিন আক্তার ম্যাম এবং সাবেক চবিয়ান জনাব বোরহান উদ্দীন এমরান, সদস্য, জেলা পরিষদ চট্টগ্রাম এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ।
ছবি: অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এছাড়া বিভিন্ন কাজের কারণে বোয়ালখালীর কৃতী সন্তান বিশ্ববদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত হতে না পারলেও এ অনুষ্ঠান আয়োজনে বোয়ালখালীর শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এর মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দীন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী।
উপদেষ্টা মন্ডলীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা দান করে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে বোয়ালখালীর সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য যে, উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল
OmniGo Property Management Company.
© Deshchitro 2024