|
Date: 2023-02-25 12:13:38 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ৩ মাসব্যাপী ১৯তম আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ কর্মশালার শুভ উদ্বোধন করেন।
শুক্রবার (২৫ফেব্রুয়ারী) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪র্থ তলায় (৪০১রুমে) আবৃত্তি সংসদ কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এহসানুল হক রকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা এ কে এম সুজাউদ্দদিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জবিআসের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম।
আবৃত্তি সংসদ এর সভাপতি মো: এহসানুল হক রকি বলেন, আমরা কর্মশালার সকল শিক্ষকদের যথাযথ সম্মানী দিয়ে ক্লাস নেওয়ার জন্য নিয়ে আসি তার পরেও আমরা চাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সবার জন্য শেখার একটা পরিবেশ তৈরি করে দিতে এছাড়াও যারা শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বিশেষ সুযোগ করে দিয়েছি।
সাধারণ সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বলেন ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেবল মাত্র আমরাই তিন মাস ব্যাপী কর্মশালা করে থাকি। আমাদের কর্মশালার এক মাত্র উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী সুন্দর ভাবে কথা বলা উপস্থা করা বা বক্তব্য দিতে পারে না তাদের যোগ্য হতে সহায়তা করা। আমরা আবৃত্তির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও কাজ করি। এই কর্মশালায় আমাদের আবৃত্তি সংসদ এর সকলে সেচ্ছায় শ্রম দিয়ে থাকি। সাধারণত নতুন শিক্ষার্থীরা বেশি আসে আমাদের কর্মশালায়। আমরা চাচ্ছি সবাই যেন পড়াশোনার পাশাপাশি সুন্দর পরিবেশে ভিন্ন কিছু করার সুযোগ পায়।
সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে জবিআসের উপদেষ্টা কে, এম ,সুজাউদ্দিন বলেন ,আবৃত্তি সংসদ এর কর্মশালাটি শুধু ছাত্র জীবনেই নয় বরং ভবিষ্যৎ জীবনের জন্যও সহায়তা করবে। এটি প্রফেশনাল জীবনেও আত্মবিশ্বাস তৈরীতে সহযোগিতা হবে।
উল্লেখ্য, এ কর্মশালায় শুদ্ধ পাঠ, প্রমিত উচ্চারণ, আবৃত্তি নির্মাণ, সাংগঠনিক আবৃত্তি চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, রেডিও জকিসহ বিভিন্ন বিষয়ের চর্চা করানো হবে। সর্বমোট ৫০জন শিক্ষার্থী নিয়ে এ যাত্রা শুরু হয়।
© Deshchitro 2024