নোয়াখালী সেনবাগের পৌরশহরে ঘর ভাঙচুর, নারী নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। 


শনিবার (২৫ ফেব্রুয়ারী ) নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসহরে আবুল খায়ের এর ডিলারের বাড়িতে সকালে ভিকটিম সাংবাদিক  সম্মেলনে জানান, গত ১৯ ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকায় মিজানুর রহমান, আবদুস সামাদ সোহেল, ফয়সাল ইসলাম মুন্সী ও তাঁদের মা শ্যামলা খাতুন সহ ভিকটিম মাহমুদা আক্তার মুক্তার উপর পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে অতর্কিত হামলা  মারধর, শ্লীলতাহানিসহ তাকে ও তার মেয়ে ইসরাত জাহান মুনিয়া কে হত্যার উদ্দেশ্যে মারধর করে।


এসময় ভিকটিমদেরকে উক্ত আসামীগণ জখম করে ও তার কানে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায়। উক্ত আসামীদের মা শ্যামলা খাতুনের ইন্দনে আসামীগণ নির্যাতন,  শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা করে। আসামী মিজানুর রহমান, আবদুস সামাদ সোহেল, ফয়সাল ইসলাম মুন্সী দখলবাজ,জোরজুলুমবাজ ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ থানার এফআইআরনং-৩৫/৪৫, তারিখ:৪/৪/২০১৯ইং সহ একাধিক মাদক মামলা রয়েছে। 


ভিকটিম ও স্হানীয় সূত্রে জানা যায়, আসামীগণ সমাজের আইন শৃঙ্খলা বিরোধী কাজ কর্ম ও সামাজিক নেতৃবৃন্দকে মানতে রাজি না। তারা স্হানীয় বিচার শালিস মানতে রাজি নয়। আসামীদের এহেন কর্মকাণ্ডে ভিকটিম মাহমুদা আক্তার মুক্তা ও তার মেয়ের প্রাণের নিরাপত্তা, তাদের নিরাপদ বাসস্হান ও সম্পত্তির বিরোধ মিমাংসার লক্ষ্যে নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২০ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে মামলা দায়ের করেন। মামলা নং সি আর-১১৬/২০২৩ইং। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024