|
Date: 2023-02-25 15:03:25 |
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ঈমন ভট্টের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব এর সঞ্চালনায় মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট। মিছিল ও শান্তি সমাবেশে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024