|
Date: 2023-02-25 15:14:30 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৩ জমকালো আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ শনিবার সকাল ৮টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সামনে থেকে কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ শ্রীমঙ্গল এর অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অর্ধশত শিক্ষকদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে গাড়ি যাত্রা শুরু করে। নির্ধারিত সময় গাড়ি পর্যটন স্পটে পৌছার দিনব্যাপী ভ্রমণের অনুষ্ঠানসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন
শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।
এরপর ডেলিগেটদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। জোহরের নামাজ ও খাবার বিরতির পর ৬টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পর্যটন স্পট ঘুরে দেখা হয়। স্পটে ৩ ঘন্টা সময় অবস্থান ও ঘোরাঘুরি শেষে বেলা সাড়ে ৪টায় ডেলিগেটদের মাঝে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ৫টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলম স্বপন। অনুষ্ঠানে বত্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক এম নাঈম, সাংগঠনিক সম্পাদক জাফরিন নাহার। এসময় উপস্থিত ছিলেন আলেম লেখক মুস্তাকিম আল মুন্তাজ, সংগঠনের অর্থ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক দিলদার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা আক্তার শিফা, মহিলা বিষয়ক সম্পাদক জিনাত পারভিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য পম্পা রানী পাল, মৌটুসী দাশ, জান্নাতুল ফেরদাউস, মীর হোসেন, মাহতাব আলম তানভীর, অজিত দাস, তায়েফ আহমদ এবং উজ্জ্বল আচার্য। আনন্দ ভ্রমণে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার, রোজ ভিউ মডেল স্কুল, মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, নাইস মর্ণিং কেজি স্কুলসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে ‘কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংগঠনটি করোনাকালসহ শিক্ষকদের বিভিন্ন দুঃসময়ে নানাভাবে সহযোগিতা করে আসছে।
© Deshchitro 2024