|
Date: 2023-02-26 06:32:38 |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হাতে সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে রোববার(২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে (চবিসাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
গত ৯ ফেব্রুয়ারী পেশাগত দায়িত্ব পালনের সময় চবি ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স ও বাংলার মুখের প্রায় ১৫ নেতাকর্মীর হেনস্তার শিকার হন চবিসাস সদস্য(সাংবাদিক) ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তার। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।তাই ঘটনার বিচারের দাবিতে আলটিমেটাম দিয়েছিল চবি সাংবাদিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি পূর্ববর্তী সাংবাদিক হেনস্তার তদন্তাধীন ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে হবে।
কিন্তু চবি প্রসাশন এখনো ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে কলম বিরতি ও অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছে (চবিসাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মারজান আক্তার, চবিসাস সভাপতি মাহবুব এ রহমান,সাধারণ সম্পাদক ইমাম ইমু ও অন্যান্য সদস্যরা।সভাপতি মাহবুব এ রহমান তার বক্তব্যে বলেন একজন সাংবাদিক যদি এই ক্যাম্পাসে নিরাপদ না,তাহলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা কেউই নিরাপদ না।কেন্দ্রীয় ছাত্রলীগ যদি দুই দিনের মধ্যে ব্যবস্থা নিতে পারে, বিশ্ববিদ্যালয় প্রসাশন কেন নিতে পারে না? বিশ্ববিদ্যালয় ত' অনেক কাছের। ঘটনার ভিডিও ফুর্টেজ আছে,প্রশাসনকে সর্বাত্তক সহযোগিতা করার পরও ব্যবস্থা নিতে ব্যর্থ।সভাপতি আরো বলেন দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবো।চবিসাস সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন ক্যাম্পাসে সাংবাদিক নিরাপদ না থাকলে সাধারণ শিক্ষার্থীরাও নিরাপদ না।
অবস্থান কর্মসূচীর পর স্মারক দেয় চবি প্রসাশন বরাবর।
© Deshchitro 2024