|
Date: 2023-02-26 11:55:11 |
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ দপ্তরের ও বাংলাদেশ মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উখিয়া প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান
রবিবার ২৬ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমন্বয়ক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ অন্যান্য অতিথি বৃন্দ।
পরে খামারীদের মধ্যে পশু পালন নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার সনদ প্রদান ও নানা প্রজাতির প্রাণীর সমাহার পরিদর্শনী করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, গয়াল, দুম্বা, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতিরসহ বিভিন্ন জাতের সৌখিন পাখি বিভিন্ন প্রাণী পুষ্টিপ্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত হয়েছে। এছাড়া প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এনিমেল র্যাম্পিং ড্র প্রদর্শিত হয়েছে।
তাছাড়াও প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেল্যু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।
© Deshchitro 2024