|
Date: 2023-02-26 14:20:11 |
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার জয়নাল ওরফে হোরা মিয়া উপজেলার কালারাইতা গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে।
রোববার (২৬ ফেব্রুয়ারী ) বিকেলে আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জিআর ১৭৬৩/১৯ আদালত তাকে ১ বছরের সাজা এবং তিন হাজার টাকা জরিমানা করেন।
রায় ঘোষণার পর থেকে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে ধৃত আসামীকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
© Deshchitro 2024