|
Date: 2023-02-26 18:26:51 |
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচ দিন ব্যাপী "৩য় উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে। কাব ক্যাম্পুরীতে তাবুবাসসহ আকর্ষণীয় কর্মসূচি পালন করা হয়। এ কাব ক্যাম্পুরীতে উপজেলা শিক্ষা অফিসার হাসান মুহাম্মদ জোনায়েদ, কমিশনার প্রসিত কুমার দেব,প্রোগ্রাম চীফ মিনারা খাতুন, লিডার ট্রেইনার বদরুনাহার উপস্থিত ছিলেন। এছাড়া সার্বক্ষণিক ক্যাম্পুরী পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কাউট বাহুবল উপজেলা সম্পাদক আব্দুস সামাদ , ফাউন্ডেশন মেম্বার বাবু নিরঞ্জন সাহা নিরু, ফাউন্ডেশন মেম্বার অমল কুমার ভট্টাচার্য ও বাহুবল উপজেলা মুক্ত স্কাউট প্রতিষ্ঠাতা সম্পাদক আল সায়েম শাকিল প্রমুখ। বাহুবলের মিরপুরে অবস্থিত সান রাইজ কিন্ডারগার্টেন এ ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024