নোয়াখালীর সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার এক আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব।


গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজির খিল গ্রামের রাধা বাড়ির মৃত সামছুল হকের ছেলে।


রোববার (২৬ ফেব্রুয়ারী ) রাত ১২টার সময় এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ সব তথ্য নিশ্চিত করেন।


একই দিন বিকেলে আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার সময় ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৫ জানুয়ারী ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দলবেঁধে তাকে ধর্ষণ করে।


 এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় ৪ জন কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।


মামলার পর আসামী পালিয়ে ঢাকায় চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউ মার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024