|
Date: 2023-02-27 01:24:34 |
যশোরের অভয়নগরে শ্রীধরপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি গত রাতে আলহাজ্ব ফজলুল রহমান মৃধার সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আখতারুজ্জামান তারু ভাইস চেয়ারম্যান অভয়নগর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মুরাদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখহাটি বাজার, নড়াইল।
উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ ছিলো আল্লামা নাছির উদ্দীন যুক্তিবাদী গোপালগঞ্জ সাহেবের আলোচনা। মাগরিবের আগে থেকেই ধর্মপ্রান মুসল্লীরা মাদ্রাসা ময়দানে উপস্থিত হতে থাকে।
মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ানের সময় হাজার হাজার মানুষের ঢল নামে, মুহূর্তের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা ময়দান, কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তিনি কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন যুক্তির মাধ্যমে কুরআন শিক্ষাও মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করেন। এছাড়া হেফজ ফারেগ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেওয়া হয় প্রধান মেহমানের মাধ্যমে।
এছাড়া আরো বক্তব্য রাখেন হযরত মাওলানা মহিবুল্লাহ হাবিবি বাঘারপাড়া, যশোর। হযরত মাওলানা হারুন অর রশিদ আশরাফী নড়াইল, মুফতি মাসুদুর রহমান মোহতামিম রহমানিয়া মাদ্রাসা শংকরপাশা।
এছাড়া সকাল ৯ টা থেকে মহিলা তালিম অনুষ্ঠিত হয়। মহিলা তালিমে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম মা-বোনেরা মাদ্রাসা ময়দানে মাহফিল শোনার জন্য দলে দলে উপস্থিত হয়।দুপুরে একটা পর্যন্ত এই মহিলা তালিম চলে।উক্ত মহিলা তালিমে বক্তব্য পেশ করেন, নোয়াপাড়া তেতুলতলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি সরোয়ার সাহেব,নওয়াপাড়া গোহাট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান,জামিয়াতুল আবরার মডেল কওমি মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা ইকতারুজ্জামান রফিকী।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব এডভোকেট নাসির উদ্দিন চেয়ারম্যান ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদ, আয়োজনে মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আজিম উদ্দিন।
© Deshchitro 2024