◾ স্পোর্টস ডেস্ক 


সচ্ছতার চেয়ে সংশয় বেশি থাকায় সেই এডিআরএস নিয়ে কম জল ঘোলা হয়নি। বিপিএলে তো অনেক বিদেশী প্রকাশ্যেই এই রিভিউ সিস্টেমের সমালোচনা করেছেন। দেশি কোচ-ক্রিকেটাররাও সমালোচনা করতে গিয়ে পেয়েছেন শাস্তি। বহুবার ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অবশেষে প্রযুক্তিগত এই সংকট কাটিয়ে উঠতে চলেছে বিসিবি। তারা হাঁটছে বড় পরিকল্পনার পথে।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী (সুজন)। সেখানে তিনি জানান, ডিআরএস প্রাপ্যতা সঙ্কট মেটাতে কাজ করছে বোর্ড।


বিপিএল থেকে শুরু করে নিজেদের ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজে সব সময় সার্ভিস পেতে লম্বা চুক্তিতে যাওয়ার কথা বিসিবির।


ইংল্যান্ড সিরিজে ডিআরএস থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজ থেকেই দেখা মিলবে প্রত্যাশিত ডিআরএসের।’


সেই সঙ্গে দেশের ঘরোয়া টুর্নামেন্ট বিশেষ করে বিপিএলের মতো আসরে ডিআরএসের প্রাপ্যতা নিশ্চিত করতে বড় পরিকল্পনার কথা জানিয়ে সুজন বলেনে, ‘ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা কম্পনেন্ট। এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু খেলা হতো, ক্রিকেটটা হতো। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো ডিআরএস ছাড়াই হয়েছে। একটা ধাপে গিয়ে যখন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়, তখন ডিআরএসটা ব্যবহার করা হয়।


তখন আইসিসি থেকে, আইসিসির প্রতিযোগিতার জন্য অত্যাবশকীয় করে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল, ডিআরএস নিশ্চিত করা।’


ডিআরএস নিয়ে বিসিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব দিযেছিলাম, এ জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি।


আমরা দীর্ঘ সময়ের চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএসকে যারা পরিচালনা করে, তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত। আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক এবং যে ঘরোয়া লিগগুলো হবে সবগুলো ডিআরএসের সাপোর্টটা আমরা পাবো।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024