স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে সারা দেশে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১০ টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কর্মকর্তা এটিএম ফখরুল আহসানের সঞ্চালনায় প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রাণীসম্পদের স্থায়ী সদস্য এইচ এম আলী তাহের ইভু, সফল খামারী নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণীসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সবুজ মনোহর শর্মা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আজিজুল হাকিম প্রমূখ।
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, উন্নত জাতের হাঁস মুরগি ও সৌখিন পোঁষা পাখি প্রদর্শনী করা হয়েছে।

বক্তারা ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে খামারিদেরকে উৎসাহিত করেন। প্রাণীজ পণ্যের উপযুক্ত বাজার সৃষ্টি এবং সম্প্রসারণের লক্ষ্যে এ প্রদর্শনির আয়োজন করা হয়। খামারিদের কে আরো বেশি করে পশু পাখি পালনে উৎসাহ প্রদান করা হয়।

প্রদর্শনী শেষে উন্নত জাতের গাভী, মহিষ পালনে ১ম পুরস্কার পান মামুনুর রশিদ, ষাঁড় এ ১ম পুরস্কার মনিরুল ইসলাম, ছাগলে ১ম পুরস্কার সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ প্রযুক্তি তে ১ম পুরষ্কার রাইসুল ইসলাম, বিশেষ পুরষ্কার আব্দুল কাইয়ুম, সৌখিন পোষা প্রাণী পালনে ১ম পুরস্কার মাসুদ আলম, উন্নত জাতের হাঁস মুরগি পালনে ১ম পুরষ্কার মমিন উল্লাহ সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৯টি পুরষ্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024