নোয়াখালীর বেগমগঞ্জে বাবুপুর জীরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি মিলন মেলায় পরিণত হয়েছে। দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান চলে।


সোমবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে  বিদ্যালয় মাঠে  বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা: মো: মাহফুজুর রহমান বাবুল এর সভাপতিত্বে   প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষকদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: জসিম উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ কে এম মামুনুর রশিদ, সাবেক বিভাগীয় বন কর্মকর্তা মো: সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, জীরতলী ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলু, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এবিএম আবদুর রব, প্রাক্তন সভাপতি মো: সাহাব উদ্দিন, প্রাক্তন সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন, অনুষ্ঠানের উদ্বোধন করেন দাতা সদস্য ও রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম। এতে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য এ এইচ এম আলাউদ্দিন মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান পৃষ্ঠপোষক মো: গোলাম সারোয়ার, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বেগমগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: বোরহান উদ্দিন প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024