|
Date: 2023-02-27 13:33:53 |
" স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ "এ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর সেনবাগে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুয়েল চন্দ্র ভৌমিক ও উপসহকারী প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: রসুল আহম্মদের সঞ্চালনায় উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো জুনায়েদ আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম,সহকারী মৎস কর্মকর্তা বিজয় পাল প্রমূখ।
পরে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবার প্রদর্শনীতে উপজেলার গরু,ছাগল,মুরগী, হাস, কবুতর সহ অন্যান্য প্রাণীর প্রায় ৪০জন খামারী অংশ গ্রহন করেন।
বিকেলে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়,এতে ৫ টি ক্যাটাগরিতে ১৫ জন শ্রেষ্ঠ খামারীদের চেকের মাধ্যমে টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
© Deshchitro 2024