চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলাকৌশল ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, টাওয়ার ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ,পলি মালচ ব্যবহার করে সবজি চাষ,গোল গাছ থেকে রস সংগ্রহ সহ অন্যান্য কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয় উপজেলা পরিষদ চত্তরের অনুষ্ঠিত কৃষি মেলায়।

কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও কৃষি ক্ষেত্রের সফলতা ও অন্যান্য বিষয়ে তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ,সাতক্ষীরার উপ-পরিচালক ড.মোঃ জামাল উদ্দীন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ এবিএম আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

দেখা যায়, মেলায় ১৯টি স্টল সুসজ্জিত আকারে সাজানো হয়েছে। স্টল প্রদান কারীদের মধ্যে ১০টি সরকারি প্রতিষ্টান, পরিবশে উন্নয়ন ক্লাব ১টি, ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা ২ জন, নার্সারী মালিক ৩ জন ও এনজিও প্রতিষ্ঠান ৩টি (লির্ডাস, বারসিক,ওয়াল্ডভিশন বাংলাদেশ) রয়েছে।

কৃষি মেলায় উল্লেখযোগ্য কৃষি পন্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ১৬০টি নারকেল সহ ভারতীয় জাতের নারকেল কাঁধি, ১৬ কেজি ওজনের মানকচু, ৫ কেজি বেল, ১৫ কেজি ওল, ২৬ কেজি ওজনের কলার কাঁধি, ৬ কেজি বাঁধা কপি,  ৩ কেজি ওল কপি, বার মাসের ফলবান ৪ কেজি ওজনের কাঁঠাল , নদীর চরে লাগানো সুন্দরবনের গোল গাছ থেকে রস সংগ্রহের প্রযুক্তি প্রমুখ। ২৭,২৮ ফেব্রুয়ারী ও ১ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া কৃষি বিষয়ক জারী ও পট গান নাটক মঞ্চস্থ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024