◾ আন্তর্জাতিক ডেস্ক


চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৩৬ জন।

 

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে বলা হয়েছে, বুধবার রাত থেকে কাংহাই প্রদেশের ৪ লাখ ৩ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত দাতোং হুই অ্যান্ড তু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে ওই বন্যায় ছয় গ্রামের অন্তত ৬ হাজার ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা দিতে ফ্রন্টলাইন হেডকোয়ার্টার খোলা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখানে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।


এমন সময়ে এই বন্যার ঘটনা ঘটল, যখন দেশটির মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র তাপদাহ চলছে। অনাবৃষ্টির কারণে সেখানকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত বেশিরভাগ জলাধারের পানি অর্ধেকে নেমে এসেছে। সেসব প্রদেশে বৃষ্টি নামাতে নানা উদ্যোগ নিচ্ছে চীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024